ইতিহাস

 

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ১৮৩৬ সালে চট্টগ্রাম সরকারি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি ছিল চট্টগ্রামের প্রথম ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়। বৃটিশ শাসনের প্রথম দিকে নির্মিত একটি ইটের ভবনে এর ক্লাস অনুষ্ঠিত হয়। এরপর স্কুলটিকে মারকোট সাহেব পাহাড়ের দক্ষিণ অংশে একটি নতুন স্থানে স্থানান্তরিত করা হয়। 1886 সালে, বিদ্যালয়টিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে উত্তর নালাপাড়ার আইস ফ্যাক্টরি রোডের বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয় এবং এর নামকরণ করা হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত স্কুলটি এন্ট্রান্স স্কুল নামে পরিচিত ছিল। ২০০৮ সালে কলেজ বিভাগটি চালু করা হয় এবং সরকার স্কুলের নাম পরিবর্তন করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ রাখে।